প্রেম। যেটাকে আমরা বন্ধুত্বের প্রেম বলি-
কিংবা যে প্রেমটা একজন নারী-পুরুষের
আনন্দঘন আবেগের সাথে জড়িয়ে
একান্ত সময় কাটানো হিসেবে
আজকাল ঘটেই চলছে-!
সেটাও যদি বিয়ে পর্যন্ত গড়ায়;
তাহলে অবৈধতার কিছু নেই।
সামাজিকতা ও ধর্মীয় বিধি-নিষেধ নেই।
এমন প্রেমে পুরুষ হোক, আর নারী হোক;
কেউ একবার পরেনা।
এ প্রেম অনিচ্ছা স্বত্ত্বেও মানব জীবনে
অনেকবার আসতে পারে- স্বাভাবিক।
হয়তো কেউ নিজেকে সামলে নিতে পারেনা;
তাই প্রেমিক হয়েও দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা খেতাব পায়।
আবার কেউ নিরবে একের পর এক
প্রেমকে নফসের দমনে চরিত্রবান হবার চেষ্টা করে।
এতে সত্যিকারের মানুষটি এলেও অনুভবের মাঝে নিরবেই হারিয়ে যায়- তবুও সামান্য স্মৃতিও নাড়া দেয়,
যা চিরকাল অন্তকরণে রবেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।