আগামী ১৫ ফেব্রুয়ারী শুরু হতে যাচ্ছে ৩৮ মত বইমেলা। গ্রন্থমেলা বাঙালীর প্রাণের মেলা। লেখক পাঠকের মিলন মেলায় পরিণত হয় অমর একুশে বইমেলা। বইমেলাকে সামনে রেখে প্রবীণ ও নবীন লেখকরা উচ্ছ্বাসে মেতে উঠেন। তরুণ লেখকরা নতুন বই প্রকাশের আনন্দে হয় পুলকিত।


এবার বই মেলায় আসছে স্বনামধন্য তরুণ কবি ও গল্পকার নুসরাত জাহানের একটি অসাধারণ বই “প্রেমের ত্রিকোণমিতি”। বিগত সময় তাঁর ১ম কাব্যগ্রন্থ “অনুভূতির দেয়াল” প্রকাশিত হয়। যা বেশ আলোড়ন সৃষ্টি করে পাঠকদের মধ্যে। বেশ আলোচনা জন্ম দেয় সাহিত্যাঙ্গনে। প্রথম বই “অনুভূতির দেয়াল” সফলতার পর এবার আসছে তার দ্বিতীয় গ্রন্থ গল্প “প্রেমের ত্রিকোণমিতি”

বাংলানামা প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থটির প্রচ্ছদ করেছেন প্রচ্ছদশিল্পী তালহা মুনতাসীর নাফি ও প্রকাশক হোসাইন শহীদ মজনু। বেকারত্ব, সামাজিক বাস্তবতা,জীবনকেন্দ্রীক গল্প দিয়ে সাঁজিয়েছেন তাঁর গ্রন্থটি। বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলার স্টল নাম্বার ৪২১(সোহরাওয়ার্দী উদ্যান)।

উল্লেখ্য, প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে চলে বইমেলা। তবে এ বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২০২২ সালে অমর একুশে গ্রন্থমেলা ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে।