কবিতাঃ বাংলা নববর্ষ

মোঃ জসিম উদ্দিন

১ লা বৈশাখ নিয়ে এলো

বাংলা নববর্ষ।

আনন্দেতে হৃদয় নাচে।

সবাই করে হর্ষ।

মেলায় গিয়ে কিনে সবাই

হাড়ি পাতিল মিষ্টি।

আলতা চুড়ি স্নো পাউডারে

মেয়েদের থাকে দৃষ্টি।

ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা

চড়ে নাগরদোলায়।

আনন্দেতে আত্মহারা

বৈশাখেরই মেলায়।

অতীত দিনের দুঃখ ব্যথা

স্মৃতির পাতায় জমা।

নতুন দিনে সব ভুলে যাই

করে দেই ক্ষমা।

দেনা পাওনার হিসাব যতো

পুরাতনের পাতায়।

সব মিটে যায় বৈশাখ এলে

নতুন হাল খাতায়।

বাঙ্গি তরমুজ মন্ডা মিঠাই

কিনে মিষ্টির হাড়ি।

আনন্দেতে বয়ে নিয়ে

সবাই যায় বাড়ি।

করোনার জন্য ছন্দ পতন।

থাকতে হবে ঘরে।

বেচে থাকলে আনন্দ

করা যাবে পরে।

 

১ বৈশাখ,১৪২৮ বাংলা।