মাহবুব আলম প্রিয়:  বাণিজ্যে ঝুঁকছে দেখি দেশের যত অধিকার অন্ন,বস্ত্র,বাসস্থানে বেহাল খবর চিকিৎসা ও শিক্ষার।সবখানেতে সিন্ডিকেট নৈতিক শিক্ষা উঁধাও শিক্ষা যেন ব্রিটিশ শোষন!

অসৎ লোকের ঘেরাও৷ প্রাইভেট পড়লে ভালো ছাত্র শিক্ষক আদর করে প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় নকলবাজি চলে। ধর্ম শিক্ষা ঐচ্ছিক রেখে গল্পো গুজব পাঠে সনদ পেতে সর্টসিলেবাস ভীর তাই; সস্তা বেকার হাটে! কাজের সাথে মিল নাই লেখার পড়া বইয়ের গ্র্যাজুয়েট হয়েও কেউ হয় পিএস টাকা ওয়ালা মূর্খের।

আদব কায়দা ভুলে যাচ্ছে সম্মান পায় না শিক্ষক সালাম কালাম ওঠে যাচ্ছে কিছু শিক্ষক যখন ভক্ষক। অশ্লিল নৃত্যের বিনোদনে স্কুল কলেজ চাঙ্গা শিক্ষার নামে নাচানাচি সমাজ যেন ভাঙ্গা!

সরকারী প্রাথমিকে আস্থাহীন! অভিভাবক ঝুঁকে কিন্ডারগার্টেনে ৩০ হাজার টাকা বেতনধারী ৩ হাজারের কাছে হারমানে!

ভর্তূকি দেয় সরকার মজা লুটে কারা? পরিবর্তন করবে কী কেউ? নৈতিক শিক্ষার ধারা! যে যার মতো গড়ছে দেখি লাগামহীন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ নেই সরকারেরও প্রয়োজন নেই অনুমোদন।