যশোরের রস
বাসুদেব চ্যাটার্জী
দুই ধারে দুই চোখ
নালা বেয়ে নলি
উড়ো দড়ি ঝুলে আছে
ঠিলে তাতে ঝুলি।
গাছি ভাই দড়া বেঁধে
ঝুল দিয়ে গাছে,
ধার দেওয়া গাছি দায়ে
চোখ দুটো চাঁছে।
ফোটা ফোটা মিঠে রস
নলী বেয়ে ঝরে,
রাত টুকু কেটে গেলে
ঠিলে যায় ভরে।
বাঁকা বাঁকে দুই ধারে
রসে ভরা ঠিলে
গাছি ভাই রস নিয়ে
ছুটে তালে তালে।
বাঁকা চোখে গাছি বউ
চেয়ে রয় দুরে,
রস নিয়ে গাছি বুঝি
ফিরে এলো ঘরে।
বড়ো বড়ো জোড়া চুলো
জ্যালো রেখে তাতে,
ঝোড় কেটে জ্বাল দিয়ে
গুড় হয় পেতে।
কাঁচা রস চুমু খেতে
জিবে লালা আসে,
শীত কালে রস পিঠা
কে না ভালোবাসে।
(খেজুরের রস, গুড় রসপিঠা যশোর বাসীর অহংকার, আর এই রস নিয়ে ছন্দ ছড়ায় লিখতে গিয়ে যশোরের কিছু গেঁয়ো কথার মিশ্রন ঘটিয়েছি,আশা করি হয়তো সকলেই বুঝবেন)
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।