ভাগ্যিস তুমি ছিলে ‘মা’
নয়তো জীবনে থেকে যেতো শূন্যতা
তুমি ছাড়া কখনই তা,পেতো না যে পূর্ণতা।

আজ আমি’ময় আমি’টার অস্তিত্ব
শুধু তোমার জন্য
তাইতো এ জীবন আজ,হয়েছে ধন্য।

জানো মা!
তুমি না থাকলে-
জীবন হয়ে যেত ছন্নছাড়া,দিশেহারা
পেত না খুঁজে তার,কূল-কিনারা।

কত শত ত্যাগ-তিতিক্ষার উদাহরণ তুমি
তা দেখে,সত্যিই অবাক হয়ে যাই আমি।
সন্তানের সুখের জন্য-
নিজের সুখের দাও বলিদান
জানি না কি দেওয়া উচিত,তার প্রতিদান।

খাবারের ঐ শেষ ভাগটা,তোমার কপালেই জোটে
তারপরেও মায়াবী হাসি,তোমার মুখেই ফোটে।

তোমার ভালোবাসা যায় না মাপা
তোমার কখনো হয় না তুলনা,মা!
প্রার্থনা করি তাই-
ভালো থেকো তুমি,সেই সাথে পৃথিবীর সকল মা।

জেসমিন আক্তার বৃষ্টি
শিক্ষার্থী,পদার্থবিজ্ঞান বিভাগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর