‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মুকুলের ‘মৃত্যুর পাণ্ডুলিপি ‘উপন্যাসিকার মোড়ক উন্মোচন ‘

গল্পটি ভিন্নরকম। জীবন যুদ্ধে হেরে যাওয়া এক জীবন গল্প। যদি আপনাকে বলা হয় আপনি কি জন্য বেঁচে থাকবেন? খুব সহজেই আপনি হয়তো উত্তর টা দেবেন পরবর্তী প্রজন্মের জন্য। কিন্তু এই উপন্যাসিকায় জামিলের জীবনগল্প টা একটু ব্যতিক্রম। জামিল পরবর্তী মানুষদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে যার নাম মৃত্যু। করোনায় আক্রান্ত হয়ে জামিল মারা যায়। জামিলের মৃতদেহটাকেই আবার সেই মানষগুলোই ঘৃণা করতে থাকে। ঘৃণাটা ছোঁয়াচে রোগের মতই ছড়িয়ে পড়ে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার, সহযোগী অধ্যাপক আসিফ আল মতিন, সহকারী অধ্যাপক মৌটুসী রয়, প্রভাষক মুশরিফুর জিলানী রকি।

মনিরুল ইসলাম মুকুল বলেন, গল্পটি কিছু টা কল্পনার আশ্রয় নিয়ে বাস্তবতাকে তুলে ধরবার চেষ্টা করেছি।

মনিরুল ইসলাম মুকুলের জন্ম ১৯৯৬ সালের ১০ ডিসেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার ভাতগাঁও গ্রামে। তাঁর প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ ‘শান্ত মেঘে লুকিয়ে তুই ‘ (২০২০)পাঠক প্রিয়তা অর্জন করে।
বর্তমানে তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত