‘মন‘
মোঃ রাশেদ আলী
মন ভালো যার সব ভালো তার
স্রষ্টার বিধান যে তাই
আপনে ভালো তো সবাই ভালো
সমাজ প্রতিরা কয়।
কথার সাথে কর্মের মিল
আছে যার সেই যে ইমানদার।
ইমান নামে ব্যক্তির নাম
সে তো ইমানদার নয়।
ইমান হলো স্রষ্টার দেওয়া
সকল হুকুম নিসন্দেহে পালনের নাম।
শরীক ফাকি,অন্যের হক লুন্ঠনকারী
সেতো ইমানদার নয়।
নিজের ভালো রাখতে যেজন
অন্যের ক্ষতি চাই সেই তো মানুষ নয়।
বাসতে ভালো শিখুন আগে
স্রষ্টার দেওয়া সৃষ্টি আগে
পরিপূর্ণ মানুষ হতে
এটাই হোক আজকে
সকলের আদর্শের মূলমন্ত্র।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।