কবিতা,
বাঙ্গালীর প্রিয় মুজিব

লেখকঃ মুন্সী মোঃ মুহিব্বুল মুত্তাকিন

—————————————————————

আকাশে বাতাসে মাঠ প্রান্তরে মুজিবের মুখ ভাসে,
বাঙ্গালীরা সবে মন প্রাণ দিয়ে মুজিব কে ভালোবাসে।
মুজিব মানে সাহসী শক্তি মুজিব মানেই বিজয়ী,
মুজিব মানে স্বাধীনতা আর মুজিব মানেই অক্ষয়ী।

চারিদিকে আমি শেখ মুজিবের জয়ধ্বনী শুনি,
মুজিবের হাসি বড়ো ভালোবাসি, মনে মুজিবের স্বৃতি বুনি।
সপ্ন মাঝে শেখ মুজিবের মুখখানা ভেসে ওঠে,
স্বাধীন দেশের মুজিব সেনা মুক্তপানে ছোটে।

শেখ মুজিবের জয় সম্মান চিরকাল থেকে যাবে,
সব বাঙ্গালীর মন প্রাণ জুড়ে মুজিবর বেচে রবে।
মুজিব মানে অনুপ্রেরণা মুজিব আলোর দিশা,
মুজিব মানে জাগ্রত নেতা বাঙ্গালীর ভালোবাসা।

আকাশ পানে চেয়ে দেখি আমি মুজিবের প্রতিচ্ছবি,
জনতার ডাকে জেগে ওঠা সেই সাজ সকালের রবি।
মুজিব মানে ন‍্যায় সততা, মুজিব মহান নেতা,
মুজিব মানে সর্বকাল জুড়ে বাঙ্গালীর জাতির পিতা।

প্রচারক মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০