সম্প্রীতির আহ্বান
বিপুল চন্দ্র রায়
কে ধনী কে গরীব ভেদাভেদ
থাকবেনা পূজোর দিনে।
কে ধনী কে গরীব ভুলে
বাঁধিব স্নেহের করিডোরে।
পূজোর দিনে মিলে-মিশে
ভাসি যেন আনন্দ উল্লাসে।
এক হয়ে করবো পূজো
গড়বো সেবা সাম্য সম্প্রীতি।
এসো সবাই ভাই _
আমরা সুন্দর সমাজ গড়ি।
এসো সবাই ভাই _
আমরা সুন্দর পৃথিবী গড়ি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।