আম্বিয়া
“রাশেদুল ইসলাম”

আম্বিয়াকে দেখতে যদি তোমরা সবে চাও,
আমার বাড়ির পূর্ব দিকে খানিক দুরে যাও।

আধমরা এক পেয়াদা সহ দু খানা তার ছা,
অচলকে সঙ্গে রাখি আসলটিই আলাদা।

জীবন সঙ্গী তুলেছে পটল কয়েক বছর আগে,
দ্বিতীয়টি আর লহেনি কাছে স্মৃতি হারানোর ভয়ে।

কি যে দুঃখ নৌকোয় ভরা জীবন খানি তার,
নমরুদ নামের পাষন্ড হৃদয় মানিয়া নিবে হার।

এক দেখনে জল আসে মায়ার নয়ন খানায়,
শয়তানের কুৎসিত হৃদয় এক নিমেষে পালায়।

আধমরা পালোয়ান মিলে জীবন খানা চলার,
আনন্দটা হারিয়ে গেছে যহনে সঙ্গী গেছে ওপার।

যে ঘরেতে বাস তার বাবুই পাখির বাসা,
শতো বেদনায় বাধিছে সে ছোট্ট মনের আশা।

এলে খড়ের বেড়া তার বাশের তৈরি খুটি,
বয়সে হলেও বুড়ো হাতে গোনা কটি।

শুকনো খড়ের মোছা দিয়ে তৈরি ঘরের ছানি,
আষাঢ় মাসে ছিদ্র দিয়ে টুপটুপ পড়ে পানি।

অল্প হাওয়ায় ঘরখানা তার বেজায় নড়বরে,
ঐ ঘরেতে আম্বিয়া কষ্টে বাস করে।

মুখখানা তার ভারি মিষ্টি জলন্ত প্রদীপ রাশ্মি,
এক নিমিষে থুবরে গেছে নিষ্ঠুর অভাব আসি।

অদুর ভরিয়া পাহেনা খেতে কখনা তার হার,
কদিন থেকে উপোস আছে সাক্ষী দ‍্যাহে তার।

গায়ের রং হলেও ফর্সা কাপড়খানি ছেড়া,
ঐ লজ্জাতে আম্বিয়া ছাড়িয়া যায়না ডেরা।

নানান শেয়াল ঘরের পাশে হুক্কা হুয়া ডাকে,
ঐ ভয়েতে নিথর দেহ ঘরের কোনায় রাখে।

অনাহার অনিদ্রায় চেপেছে নানান তারে রোগে,
অর্থকরী নাই বলিয়া ঔষধ অভাবেই ভোগে।