শরৎ পূর্ণিমা
রঘুনাথ রাহা
গগনে পূূর্ণিমা চাঁদ নির্মল আকাশ,
শরৎ নিশিতে বহে পূবালী বাতাস।
হাসনাহেনা, কামিনী কুসুমের বাগে,
শিউলি,কদম ফুটে সারা রাত জাগে।
ভেসে আসে রকমারী ফুলের সুবাস,
বিরহে কাতর প্রেম হয় যে উদাস।
কে যেন বাজায় বাঁশী উচাটন মনে,
বড় সাধ জাগে আজি মিলি তার সনে।
দাঁড় বায় গান গায় মাঝি আর মাল্লা,
পুলকিত হয়ে মন দেয় শুধু পাল্লা।
প্রজাপতি ডানা মেলে ঘোরে ফুল বনে,
খুশীর জোয়ারে ভেসে চলে আন মনে।
নিশাচর পাখি সব মেলে দিয়ে ডানা,
উড়ে চলে ঝাঁকে ঝাঁকে যেতে নেই মানা।
সাদা মেঘ মালা হয়ে ভেসে চলে যায়,
কাছে পেতে সদা মন শুধু যেন চায়।
গুড়ু গুড়ু শোনা যায় মেঘের ঐ ডাক,
কাশবন থেকে শুনি শিয়ালের হাঁক।
চাঁদ মামা বসে যেন গাছের চূড়ায়,
মনোরম দৃশ্য দেখে নয়ন জুড়ায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।