মানবতা

                                             মো: মামুন মোল্যা


জঠর জ্বালা, দূর করিতে সারা বেলা যায়,
মাথা গোঁজা ঠাঁই পেতে অর্থ পাবো কোথায়?
সারা দিনে আয় করেছে সন্ধ্যা বেলা ব্যয়,
তার মধ্যে শীত এসেছে কম্বল পাবো কোথায়?  
কত বৃদ্ধ কত শিশু শীতে কাঁপছে থরথর,
মানবতা আজ কোথায় গেছে খোঁজা দরকার।