![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/image-497058-1639258286.jpg)
নতুন বই
চিত্তরঞ্জন সাহা চিতু
নতুন বছরে নতুন বই
যখন হাতে পাই,
মনের ভেতরে খুশির দোলায়
মনটা ভরে যাই।
নতুন বইয়ের মিষ্টি ঘ্রানে
হাজারো স্বপ্ন বুকে,
কত উচ্ছাস কত আনন্দ
ছড়ায় চোখে মুখে।
নতুন করে পড়ার প্রতি
আবেগ যেন জাগে,
নতুন করে অনুভূতি
নতুন করে জাগে।
প্রতি বছর অনন্য দিন
বারে বারে আসুক,
নতুন বইয়ের ভালবাসায়
সবাই যেন ভাসুক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।