রাত পৌনে ১টা হবে,ঘুম আসছেনা তাই
বারান্দায় এসে দাঁড়ালাম। আমার সামনের
ফ্লাটের বারান্দায় ২ তলায় দাঁড়িয়ে কানে
হেডফোন গুজে ১৮/১৯ বছর বয়সি
একটা মেয়ে কথা বলছে।
বুঝলাম হয়তো তার বয়ফ্রেন্ডের সাথেই হবে। একটু পাশে
তাকিয়ে দেখি পাশের ফ্লাটের ৩ তলায় মাঝবয়সি একটা মহিলা
মুখে কাপড় গুজে কান্না করছে, খুব জোরে
কাদতে পারছেনা, হয়তো পাশের
কেউ দেখে ফেলবে এই ভয়ে। তার একটু
দুরেই তাকিয়ে দেখি ফ্লাটের একটা
কোনায় একজোড়া কাপোল খুব
মজা করে গল্প করছে।
এদিকে আবার নিচে রাস্তার দিকে তাকিয়ে
দেখি একটার পর একটা গাড়ি খুব জোরে
হর্ন বাজাতে বাজাতে ছুটে চলছে। আর এদিকের
ফ্লাটের দোতালার বারান্দায় আমি একা দাঁড়িয়ে।
পাশের সব দৃশ্য দেখতে দেখতে হাতের সিগারেটটা
কখন যে শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না।একটা
জিনিস বুঝলাম, রাতের বারান্দা সবার
জন্য সুখের হয় না।কারো খুবই কষ্টের, আবার
কারোর না অনেকটা সুখের।
কাল্পনিক
লেখক:
লিটন রায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।