বাবা- মা                                                                                                   বিপুল চন্দ্র রায়



যে মানুষটার হাত স্নেহের পরশ

রাত-দিন পরিশ্রম করে,

মাঠে ফসল ফলায়,মেশিন চালায়,

কত কাজের সমাহারে জীবন সাজায়,

কাঁধে ভার,তবুও-

চোখেমুখে নিন্দার কথা নেই,কাজ কাজেই।

পরিবারের সুখের জন্য সংগ্রাম করে জীবন যুদ্ধে জয়ী।

সেই মানুষটা হচ্ছে বাবা!

যে মানুষটার হাত দোলনা দোলায়

রাত-দিন ঘরের কাজ করে,রান্না করে।

পরিবারের হাসির জন্য সারাজীবন বেগার খাটে।

সেই মানুষটা চিনো তোমরা কি?

সেই মানুষটা হচ্ছে মা!