অনলাইন প্রেস ইউনিটি ও প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলা’র যৌথ উদ্যেগে মহান একুশে বইমেলা ২০২২-এ প্রকাশিত হচ্ছে PRESS BOOK । এই গ্রন্থে থাকবে বরেণ্য সংবাদযোদ্ধা আবদুল গাফফার চৌধুরী, ইকবাল সোবহান চৌধুরী, কাজী রফিক, ফকির ইলিয়াসসহ শতাধিক ব্যক্তির লেখার পাশাপাশি স্বাধীনতার ৫০ বছরে বিভিন্নভাবে শাহাদাতবরণকারী সংবাদযোদ্ধাদের জীবনী, হামলা-মামলার শিকার সংবাদযোদ্ধাদের তালিকা ও সারাদেশে কর্মরত সংবাদযোদ্ধাদের ছবিসহ পরিচিতি।

 

বইটির জন্য নাম, কর্মরত সংবাদমাধ্যমের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, কোন সাংবাদিক সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলে সেই সংগঠনের নাম, পদবি এবং পাসপোর্ট সাইজ ছবি onlinepressunity@gmail.com তে প্রেরণ করার জন্য আহবান জানানো হলো। যাদের লেখা বা পরিচিতি PRESS BOOK – এ স্থান পাবে, বইটির প্রকাশনা উৎসবে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

 

উল্লেখ্য, সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে ২০০৯ সালের ২৩ জুন আত্মপ্রকাশকারী অনলাইন প্রেস ইউনিটির সদস্য হতে আগ্রহী যে কোন সংবাদকর্মী অথবা অনলাইন এ্যাক্টিভিটিস্ট ০১৫৭২-৩০৯৮৭৪ নম্বরে নাম-কর্মরত গণমাধ্যমের নাম-ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করে সদস্য হতে পারবেন।