জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম সম্পর্কে জানাতে ‘বাঙ্গালির মহাজীবন বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত বৃহস্পতিবার ৩রা নভেম্বর বিকালে নগর ভবনে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
‘বাঙ্গালীর মহাজীবন বঙ্গবন্ধু’ বইটি সম্পাদনা করেছেন রাজশাহী মহানগর ও রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি রকি কুমার ঘোষ।
এ প্রসঙ্গে রকি কুমার ঘোষ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে লিখতে পারার জন্য, বলতে পারার জন্য আমি নিজেকে ধন্য মনে করি। এটা আমার বিশাল প্রাপ্তি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন প্রতিক্ষার পর ‘বাঙালির মহাজীবন বঙ্গবন্ধু’ এই বইয়ের মোড়ক উন্মোচন হলো। এজন্য আমার অভিভাবক জননেতা এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন ভাইয়ের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।