ক্ষণস্থায়ী সম্পর্ক বিবি ফাতেমা
বছরের পর বছর কাঁধ মিলিয়ে একসাথে হাঁটলেও
বাস্তবতার আলোকে আপন মানুষ চেনা বড় দায়,
সবার আগে ভরসা ভরা কাছের ভালবাসার মানুষটি
জগতের জীবন চিত্রে চরম পর্যায়ে বিপরীত হয়।
ফুলকে ভালবাসলে যেমন কাঁটার আঘাত পাওয়া যায়।
মানবকূলে কিছু মানুষ আছে বিশ্বাসের মর্যাদা হারায়,
তাতে দুঃখ নেই কেননা ভালবাসা তো পবিত্র
তাকে নিয়ে খেলা করা গেলেও সে হয় অমরত্ব।
সৎ পথে কাঁটা থাকবে ইতিহাসে আছে লেখা
এজন্যে হয়তো কিছু মানুষ স্বার্থপরতার মেলে দেখা,
তবে মানুষ নামের মুখোশধারী বেশিদিন টিকে না
তাই ভালবাসা ভুবন থেকে কখনো হারায় না।
পবিত্র প্রেম ছড়িয়ে আছে সারা ভুবন জুড়ে
প্রকৃতি তাই নিজ দায়িত্বে পৃথিবী সাজায় ভোরে,
উপমা স্রষ্টার দান হলেও ভালবাসার কাঙ্গাল
স্বার্থপরতার কর্মে ফলও মেলে মানবপ্রেমে নাজেহাল।
সে যেই হোকনা ধনী, গরীব বিবেচ্য নই
কর্মগুনে তার ভবিষ্যৎ ধরা দিবে যদি প্রাপ্য হয়,
ভাল কাজে নিরুৎসাহী করে বাঁধা দেয়া যায়
কিন্তু বিশ্বাসীদের ভালবাসা নাহি বা শেষ হয়।
ধ্বংসের পরে সৃষ্টি হয় তাতো সকলের জানা
নব সূর্যের আগমনে অন্ধকার ঘুছাতে নেই মানা,
তাই প্রকৃতির নিয়মও আছে মানবধর্মে নীতি,নৈতিকতায়
সততার আলোয় আলোকিত হবে ঋতু যেমন বদলায়।
কারো মনে আঘাত দিয়ে সুখী হওয়া যায়না
জগৎ সংসারে স্বার্থসুখীরা সবসময় ভালো থাকে না,
শান্তিপূর্ণ জীবন থেকে নিজেদের আড়াল করে রাখে
অশান্তির বেড়াজালে তারা নানান সমস্যায় ভোগে।
অন্ধজগতে চলে যারা স্বার্থান্বেষী অহংকার প্রকাশ করে
ভালবাসাকে পুঁজি করে তারা নীরব আঘাত করে,
আজ আছে জীবন কাল নেই নিঃশ্বাস ত্যাগ হলে
সব কর্মের হিসেব হবে অন্ধকার কবরে গেলে।
ঈমানী শক্তি হয়না সমাপ্তি যেজন আমলে রাখে
সঠিক পথের পথচারী হয় যদি সত্য-সাধনা থাকে,
স্রষ্টার মেহেরবানী পাওয়া যেমন সহজ ব্যাপার নই
সত্য সৈনিককে হেয় প্রতিপন্ন মানবজমিনে সই।
সবকিছুর শেষ আছে ধরনীর বুকে দেখা মেলে
রাজাও সময়ে প্রজা হয় অপকর্মে জড়িত হলে,
বহুরূপী সম্মান প্রদর্শন স্থায়ী হয়না সবার তরে
সত্য ভালবাসা চিরঅম্লান হয় মানব জমিনের দরবারে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।