প্রেমের বিরহ
বিপুল চন্দ্র রায়
ভালোবাসা মরেনা
মরে শুধু প্রেমিক প্রেমিকা
বেশি হলে বিচ্ছেদ ঘটিয়ে নতুন সংসার পাতে
রয়ে যায় পুরনো স্মৃতি মনে দাগ কাটে।
মরে শুধু প্রেমিক প্রেমিকা
বেশি হলে বিচ্ছেদ ঘটিয়ে নতুন সংসার পাতে
রয়ে যায় পুরনো স্মৃতি মনে দাগ কাটে।
বিশ্বাসঘাতক মিথ্যাবাদী ছলনাময়ীকে
ভালোবাসে আমি বদলেগেছি ,
তুমি ভালো না বাসলে ও
তোমায় রাখবো না বুকে
ভাবছো তাই না,সেটা ভুল;
তোমার হৃদয় সংশয় থাকলেও
আমার হৃদয়ে ভালোবাসা
ভরপুর জেনে রাখ তুমি।
ভালোবাসে আমি বদলেগেছি ,
তুমি ভালো না বাসলে ও
তোমায় রাখবো না বুকে
ভাবছো তাই না,সেটা ভুল;
তোমার হৃদয় সংশয় থাকলেও
আমার হৃদয়ে ভালোবাসা
ভরপুর জেনে রাখ তুমি।
সত্য কারের ভালোবাসা মরেনা
হয়ত স্মৃতিতে হৃদয়
রক্ত ক্ষরণে কিছু সময় নিস্তত্ব,
তবে বেশি হলে ক্ষত-বিক্ষত
কিংবা আহত বা বিদীর্ণ হব।
আবার যখন দেখা হবে;
আমায় ভালোবাস নাকি
ভালোবাসি না সত্য বলে দিও ?
তবুও নিষ্পাপ মন নিয়ে খেল না!
হয়ত স্মৃতিতে হৃদয়
রক্ত ক্ষরণে কিছু সময় নিস্তত্ব,
তবে বেশি হলে ক্ষত-বিক্ষত
কিংবা আহত বা বিদীর্ণ হব।
আবার যখন দেখা হবে;
আমায় ভালোবাস নাকি
ভালোবাসি না সত্য বলে দিও ?
তবুও নিষ্পাপ মন নিয়ে খেল না!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।