শীতের সকাল
বিল্লাল হোসাইন
ইচ্ছা করে ফিরিয়ে যাই-
আমার ছেলেবেলায়,
শীতের সকালে সোনালি রোদে
পড়তে বসতাম বারান্দায়।
পাটিসাপটা, মুড়ি, মলা কত কিযে দিত-
পড়ার চাইতে ঢং বেশী করতাম
মা শুধু হাসত।
ভাইয়ে,ভাইয়ে মারামারি-
কলম,খাতা ছোরাছোরি
বাবা দেখলেই রাগত।
ইচ্ছা করে হারিয়ে যাই-
আমার ছেলেবেলায়।
কুয়াশা ভরা সকাল বেলা
কত কিযে করতাম,
ঘাসের ডগায় মুক্তা ছরায়
মুক্তা নিয়ে খেলতাম।
সোনালি আলোয় চিকচিক করে
মানুষের মুখে হাসি,
সকাল বেলার মুক্তা গুলো
রইল না আর বাকি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।