উনুন
রাশেদুল ইসলাম

কতো সাধনায় পেয়েছি বাংলা
আজ কেন তা উনুন,
মানুষ দহনের রয়েছে কাড়িগর
একবার এসে দেখুন।

ঐ কাড়িগরে চোর পুজারি
বেঈমানি তার পেশা,
সুভাষ কাননে উনুন জ্বালানোই
তার হয়েছে নেশা।

হাজারো শহীদে জীবন দিয়ে
দেশটা এলো আয়ত্বে,
স্বপ্ন কাননে আজ কেনরে
উনুন জ্বলে পোড়াতে।

গোটা দেশটা বিশাল উনুন
তাপের বিশাল উৎস,
লোকগুলো হায় সদাই পুড়ে
বারে বারে হয় ভ‍ৎস।

স্বপ্ন গুলো হায় অনলে পুড়ে যায়
অবে রহে ছাঈ,
পোড়া ছাঈয়ে সুখ রহে না
তয় দুঃখটারে পাই ।

জ‍্যান্ত থেকেও নহে জ‍্যান্ত
উনুনে পোড়া মানব,
ঝলসানো এই মানব দেখিয়া
মুখ চুকাচ্ছে দানব।

উনুনে আজ লাশে লাশ
গন্ধে ভারী বায়ু,
পচন গন্ধে সবটা শেষ
কমছে দেশের আয়ু।

স্বপ্ন সাধের দেশে আজ
জ্বলছে আগুন দাউ দাউ,
মানব পুড়ে অঙ্গার তাই
কাদন শব্দ হাউ মাউ।

আমিতো দেখি মহাশশ্মান সে
এমনিই জ্বলে অনল,
হারহামেশায় অগ্নির চোটে
মানবে যায় ধকল।

আহ্বান করি সর্ব লোকে
হাত উপরে হাত,
গেলেও জীবন ভয় পাবো না
দুর করিবো রাত।