লেখিকা :তানজিন আক্তার
রচনাকাল :১ নভেম্বর ২০২১
তার কল্পনায় –
আমি যদি হই চাঁদ!
সে যেনো সেই চাঁদেরই আলো,
তারে ছাড়া আমার লাগে না ভালো।
চাঁদ যেমন রাতে সুন্দর
আমি তার অন্তর।
কি যেনো, বলতে চেয়ে ও পারে না বলতে;
বড্ড! ইচ্ছে করে শুনতে।
কিছু বললেই টলমল,
চোখ দুটো ছলছল।
আমি দুরুত্ব চাইলে, সে চেয়েছে আমায় ;
দূর থেকে তাহার পানে,
বহু অবহেলা সে পায়;
বিধাতার কাছে ভালোবাসা চায়।
আলহামদুলিল্লাহ সে তার,
দশটি বছর পর।
ভালোবাসার পরিমাণ নয় স্বল্প ,
মোটে ও হবে ও না তারে নিয়ে একটা গল্প।
যদি হয়, বোধহয়;
হবে না হয় একটা উপন্যাস।
উপন্যাসের সাহসী যোদ্ধা সে,
সবার মন জয় করতে পারবে যে।
এই তাহার কাছে,
সে হতে পারবে কে?
—
উৎসর্গ : সজিব শেখ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।