তুমি শুধু তোমার তুলনা
মোঃ নিজাম উদ্দিন
মন আমার হারিয়ে গেছে
তোমার নয়ন দেখে,
হারাতে তাই চাই নিজেকে
তোমার হৃদয় মাঝে।
লুকিয়ে রেখো তোমার হিয়ায়
আমার হৃদয় খানি,
ভুলিয়ে রেখো শুনিয়ে আমায়
তোমার মধুর বানী।
নাকটা তোমার ভাসে সদা
আমার নয়ন মাঝে,
কি অপরুপ লাগে তোমায়
বেনারসি সাজে।
ফুল দেখিলে চোক্ষু জোড়ায়
তোমায় দেখে মন,
ইচ্ছে করে বুক মিলিয়ে
তোমার সাথে করি আলিঙ্গন।
আকাশ সাগর পাহাড় নদী
তোমার সাথে হয়না তুলনা।
সাত জনমের তুমি শুধু
তোমার তুলনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।