ছেলেটির দর্শনে শহর
মো: মামুন মোল্যা
শহর ঘুরে নয়নে দর্শন
স্নিগ্ধ ভোর ধুলার কর্ষণ।
কাক আর গাড়ির হর্ন
নিত্য ঘুম ভাঙার কারণ।
ইটের শহরে বসতি মন
দগ্ধে অর্থ করে আহরণ।
বাড়ি নারী ভরি-ভরি
মনুষ্যত্ব নেই কানা কড়ি।
অঢেল সম্পদ ফাঁকা ঘর
রক্তের শিরায় কষ্টের সাগর!
ওদের দ্বার গিলে দারোয়ান
যে ব্যবহার হৃদয়ে দৃশ্যমান!
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।