দাবিদার
রাশেদুল ইসলাম

সম্পদে ভাগিদার,
অংশের দাবিদার।

চাহেনা ছাড়িবার
আশে কারিবার।

দুখে কজন,
নাই স্বজন।

নহে পাশে,
সুখে আসে।

ছোটতে আদর,
অনেক সমাদর।

কোলে কোল,
চুমুর রোল।

ওরে সোনা,
আয় মোনা।

ঘারে চড়,
শক্তে ধর।

মধ‍্যে অনেক,
আহরণে খনেক।

চৌখে ধরে,
আসে ঘরে।

অনেকটা সমাদর,
চাহে স্থাবর।

সমো জুটি,
চাহে রুটি।

লহে ঘটি,
পামু কটি।

বিশে বিশ,
বেশি দিস।

তুমিই প্রাণ,
ঘরে যান।

যত্নে রাখিবো,
অনেকটা বাসিবো।

হলে আশি,
দিমুনা বাসী।

লহিবো মাথায়,
লিখো খাতায়।

দশে এগারো,
দিও বারো।

কমটি নিমুনা,
সমোটি পামু’না।

চাহে কাছে,
স্বার্থে বাঁচে।

স্বার্থ শেষ,
ভুলিবে বেশ।

বৃদ্ধ বয়স,
বিবেকের ধস।

বৃদ্ধ যাতনায়,
দাবিদার ভাবনায়,

মরিবে যখন,
হাসিবো তখন।

বৃদ্ধ বিছানায়,
দাবিদার মেলায়।

আনন্দে হাসে,
সুখে ভাসে।

শেষে অশুখ,
অংশিদার বিমুখ।

ডাক্তার দেখা,
পকেট ফাকা।

দাবিদার দেখেনা,
কাছে আসেনা।

তিন বেলায়,
একের খেলায়।

দুমুঠো অন্ন,
দিয়েই ধন‍্য।

আহাকি দাবিদার,
এইতো ক‍্যারেক্টর।