পোড়া মন
বাসুদেব চ্যাটার্জী


পোড়া চোখ চেয়ে রয়
ঐ দুর আকাশে,
যাহা কিছু দেখা যায়
মনে হয় ফ্যাকাশে।
জানিনা কি খুঁজে মরে
যুগ যুগ পেরিয়ে,
সুখ পাখি গেছে বুঝি
দূরে কোথা হারিয়ে।
যাহা দেখে দুই চোখে
মন সেতো মানেনা,
অবুঝ এই মনটা যে
সুখ খুঁজে পেলনা!
সোনা ফেলে কাচ নিয়ে
কেঁদে মরে সারাদিন,
সুখ পাখি ডানা মেলে
দুরে রয় চিরদিন!
কিসে সুখ কিসে দুখ
মাপকাঠি নেই যার,
আশা-হত মন ছোটে
ধরিতে তা বারেবার!
পোড়া চোখ মন-টাকে
মারে শুধু পুড়িয়ে,
এ জীবনে হলো নাকো
চলা তাকে এড়িয়ে।