বীরঙ্গনা মাগো আমার 

লাবণ্য রহমান

শোন মহীয়সী মা আমার তুমি ত বীরাঙ্গনা নও,

তুমি যে দেশ প্রেমিক মাগো।

কোলের শিশুকে বাঁচাতে হানাদারদের নৃশংসতায়

নিজেকে দিয়েছো বিকিয়ে

 যন্ত্রণায় নীল হয়েছো শতো সহস্রবার

তবুও দেশ প্রেমে থেকেছো অবিচল।

ওগো মহীয়সী মা আমার তুমি যে বীরাঙ্গনা নও

তুমিই দেশ প্রেমিক মাগো।

বৃদ্ধ পিতা আর আদরের ভাইকে বাঁচাতে

নারীত্বকে বিসর্জন দিয়েছো চোখের জলে,

হায়েনাদের নখের আঁচড়ে ক্ষত-বিক্ষত দেহখানা তোমার

তবুও দূঢ় প্রত্যয়ে মুক্তির স্বপ্নে ব্যাকুল,

ক্লান্ত চোখে রক্তাক্ত বুকে।

তুমি যে মুক্তিযুদ্ধাদের একজন

ওগো মহীয়সী মা আমার।

তুমি তো বীরঙ্গনা নও

তুমিই দেশ প্রেমিক মাগো আমার।