বাংলা ভাষা পেতে,

কত না প্রাণ ঝরে,

রক্ত লেখা বাংলা ভাষা.

ইতিহাস তা বলে।

ভাষার জন্য বুক পেতে,

মৃত্যুকে যারা করেছিল বরণ।

তারাই বীর সৈনিক ভাষা শহীদ

বাঙ্গালী যেন রাখে স্মরণ।

একুশে ফেব্রুয়ারি এলেই

মনে পড়ে ভাষা শহীদের কথা।

পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বেদীতে

জানাই শতকোটি শ্রদ্ধা-ভক্তি প্রণাম।

বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রাম।