২০২২-২৩ শিক্ষাবর্ষে মরক্কো সরকারপ্রদত্ত শিক্ষাবৃত্তির আওতায় আন্ডারগ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ১৩ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আবেদনের শেষ সময় আগামী ৩০ আগস্ট পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের মরক্কো সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ (ইংরেজিতে) দুই সেট আবেদন দাখিল করতে হবে। যেসব কাগজপত্র লাগবে—

১. সব পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট ও মার্কশিট

২. জন্মসনদ

৩. পাসপোর্টের ফটোকপি

৪. মেডিকেল সার্টিফিকেট

৫. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৬. স্টাডি প্রোগ্রাম ও রিসার্চ পেপার অথবা থিসিস (গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য)।

৭. খসড়া থিসিস (ডক্টরেট প্রার্থীদের জন্য)।

৮. সম্প্রতি তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

এ ছাড়া বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইনে আবেদন করার পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সাটিফিকেটসহ অন্যান্য কাগজপত্রের হার্ডকপি শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে।