আধুনিক ব্যাংকিং সেবা প্রধানের লক্ষে পূবালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার আওতাধীন বড়বাড়ি বাজারে ১৫১তম উপশাখার শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার ১৭(এপ্রিল) সকাল ১১টায় লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ি বাজারে পান্থ ভবনে লালমনিহাট জেলা শাখার ব্যবস্থাপক কাজী গোলাম মর্তুজার সভাপতিত্বে এই উপশাখার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেডের রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, পূবালী ব্যাংকের বড়বাড়ি উপশাখার ক্যাশ ইনচার্জ মাইদুল ইসলাম ।
প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজিদুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী বাংক রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ আব্দুর রাজ্জাক, রংপুর আঞ্চলিক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রবিউল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, বড়বাড়ি বাজার বিশিষ্ট ব্যবসায়ী শফিফুল ইসলাম মান্না, আবুল মহজন,
রুহুল আমিন ও সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।