ক্যাম্পাসে অটোরিকশা নিয়ে ফোন ছিনতাই দেখে কয়েক কিলোমিটার পিছু ছুটে ছিনতাইকারীকে ধরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের শিক্ষিকা নূর-এ- সাবিহা। সোমবার বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফোনটি উদ্ধার করা হয় এবং ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়। ছিনতাইকারীর নাম মো. অন্তর (২৫)। তিনি রাজশাহী নগরের শাহমখদুম থানাধীন বাগানপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। অপরদিকে ভুক্তভোগী ওই নারী রাজশাহী নগরের মতিহার শাখা সোনালী ব্যাংকে চাকরি করেন বলে জানা গেছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ফোনটি মালিকের হাতে তুলে দেই। পরে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন একাডেমিক ভবনের সামনে এক মহিলা ফোনে কথা বলতে ছিলেন এসময় ছিনতাইকারী অটো নিয়ে ফোনটি ছিনিয়ে নেয় এবং পালিয়ে যায়। সেটা দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তার পিছু নেন এবং লোকজনের সহযোগিতায় কয়েক কিলোমিটার দূরে ক্যাম্পাসের বাইরে গিয়ে ছিনতাইকারীকে ধরেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।