কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম শিক্ষার্থী হিসেবে মাইক্রোসফটে নিয়োগ পেয়েছেন রাজিব চন্দ্র পাল। গত ২৯ এপ্রিল ইমেইলের মাধ্যমে তাকে বিষয়টি নিশ্চিত করেছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।
চলতি বছরের ১৫ অক্টোবর মাইক্রোসফট কর্পোরেশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে মাইক্রোসফট রিসার্চ সেন্টারে যোগদান করার কথা রয়েছে তার। রাজিব চন্দ্র পাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। এ বিষয়ে রাজিব বলেন, আমি সত্যিই আনন্দিত।
ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার পরিবার, আমার ডিপার্টমেন্ট এবং স্যারদের সব সময়ই আমার এই জার্নিতে কাছে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই এমন টেক জায়ান্টে কাজ করার স্বপ্ন ছিলো।
স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় সত্যিই ভালো লাগছে। মনে হচ্ছে এই পর্যায়ে এসে আমি আমার একাডেমিক পড়ালেখার সার্থকতা খুজে পেয়েছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।