মোঃ জসিম উদ্দিন;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের চৌরঙ্গীবাজার সংলগ্ন এলাকায় ২০১৬ সালের প্রতিষ্ঠিত ও উপজেলাব্যাপী আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েল স্টার স্কুল এবার প্রথম ব্যাচ এ এসএসসি পরিক্ষায় শত ভাগ পাশের গৌরব অর্জন করেছে। প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন সফলতায় বেজায় খুশি অভিভাবক মহলসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে মোট ৯৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে A+ পেয়েছে ৫৩ জন, A পেয়েছে ৪১ জন এবং A- পেয়েছে ২ জন। অর্থাৎ পাশের হার শতভাগ।
প্রতিষ্ঠানের চমক করা এই ফলাফলের বিষয়ে স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, এক ঝাঁক তরুণ মেধাবী প্রতিশ্রুতিশীল শিক্ষক মন্ডলীর নিরলস প্ররিশ্রমের ও শিক্ষার্থীদের কষ্টের ফসল এটি। শিক্ষকমন্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদানে এই পরীক্ষার প্রশংসনীয় ফলাফলের নেপথ্যে ছিলো এ জন্য সকল শিক্ষকদের অনেক অনেক ধন্যবাদ জানাই।আশাকরি আগামি দিনে আরো ভালো ফলাফল এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা করতে পারবে এই বিশ্বাস আমার আছে। এজন্য সবার দোয়া সহযোগীতা প্রয়োজন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।