এস আহমেদ ফাহিম: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গাজীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন কৃষি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সাহাদাত হোসেন শাওন এবং সাধারণ সম্পাদক হয়েছে একই সেশনের ইইই বিভাগের শিক্ষার্থী সাইদুজ জামান সাকিব।
আজ(১ ডিসেম্বর) নবগঠিত কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টারা।
কমিটির অন্যান্য পদে রয়েছে সিনিঃ সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন অনিক,সহ-সভাপতি সানজিদা আহমেদ, তুহিন লাট, যুগ্ম সাধারণ সম্পাদক পূর্ণা সিংহ পুরকায়স্থ,শরিফুল ইসলাম,মোঃ আসাদুজ্জামান সজল,সাংগঠনিক সম্পাদক আহমাদ উমাইর,,মাহমুদুল হাসান দ্বীপ,মোঃ সাইফ আল সানি জিসান।
প্রচার সম্পাদক ইমতিয়াজ আহমেদ, লিমন হোসেন,অর্থ সম্পাদক দেওয়ান নাঈমুর রহমান, আতিক হাসান,দপ্তর সম্পাদক মোঃ আমিনুর রহমান,কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান,আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ মোস্তফা,ছাত্রী বিষয়ক সম্পাদক ফারিহা খানম লিছা,ইসরাত জাহান শর্মী।
নবগঠিত কমিটির সভাপতি বলেন, সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। কমিটির মাধ্যমে আমরা সবাইকে সাথে নিয়ে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাবো।
কিভাবে, কি করে সংগঠনের সাবেক, বর্তমান সকলের কল্যাণে কাজ করা যায় ও সংগঠনকে আরো নান্দনিক ভাবে সাজানো যায়, গতিশীল করা যায় সেই বিষয়ে নানাবিধ পদক্ষেপ নিবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গাজীপুর জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছে গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি। ক্যাম্পাসে নানাবিধ উন্নয়নমূলক কাজের নজির রেখে আসছে আমাদের সংগঠন। এরই ধারাবাহিকতায় আমাদের সকল কাজের গতি নতুন কমিটির মাধ্যমে আরও বহুগুণ বাড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।