এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৮ লাখ ৯৩ হাজার ৯২৩ জন। বাকিরা অনিয়মিত পরীক্ষার্থী। প্রথম দিন আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বুধবার বলেন, শিক্ষার্থীরা যাতে যথাসময়ে উপস্থিত থাকতে পারে সে লক্ষ্যে পরীক্ষা শুরুর সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে। যানজট এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বিবেচনায় রেখে তিনি পরীক্ষার্থীদের বাসা থেকে বের হওয়ার পরামর্শ দেন।

ঢাকায় যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থী, গাজীপুর ও বিমানবন্দর গমনকারী যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান।

সাধারণত সকাল ১০টায় পাবলিক পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার বেলা ১১টায় দুই ঘণ্টার এই পরীক্ষা শুরু হবে। যানজট এড়াতে সময় পেছানো হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসনে বসতে হবে। তবে কেউ দেরি করলে প্রবেশপথে সংরক্ষিত রেজিস্টারে কারণ লিখে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে।

এএসএসসি পরীক্ষা ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তখন সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকা বন্যাকবলিত হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে এর দুদিন আগে পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা সামনে রেখে ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষাসংক্রান্ত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে ১২ সেপ্টেম্বর (সোমবার) থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়িক এমনকি শিক্ষকদের কোচিং সেন্টার খোলা রাখার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উল্লিখিত সভায় ২৯ দফা সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে বান্দরবানের ঘুমধুমসহ মিয়ানমার সীমান্তে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে পরীক্ষাকেন্দ্র প্রয়োজনে সরিয়ে নেওয়া। বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার জানান, এখন পর্যন্ত সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বিকল্প কেন্দ্রসহ প্রশাসনিক প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। আগের কেন্দ্রেই কাল (আজ) পরীক্ষা নেওয়া হবে।

এছাড়া প্রশ্নপত্রের নিরাপত্তা সংক্রান্ত বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা মাঠপ্রশাসন এই পরীক্ষাসংক্রান্ত কাজে যুক্ত থাকবে। প্রশ্ন বহন ও এর প্যাকেট খোলা হবে বিশেষ কমিটির সামনে। পরীক্ষাকেন্দ্রের প্রধান ছাড়া আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রপ্রধান ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন ব্যবহার করবেন।

কেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। বোর্ড চেয়ারম্যানরা জানান, নির্ধারিত কাস্টমাইজড (প্রয়োজনের নিরিখে সংক্ষিপ্ত) সিলেবাস অনুযায়ীই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। অর্ধেক নম্বরে এবারের এই পরীক্ষা হবে। ১৫টি এমসিকিউ প্রশ্নের জবাব দিতে হবে। সেজন্য ২০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া সৃজনশীল অংশে যেসব বিষয়ে ব্যাবহারিক অংশ আছে তাতে ৩টি আর অন্য বিষয়ে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলায় ৪টি প্রশ্নের উত্তর করতে হবে।