সাজ্জাদ হোসেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়: ‘মুক্তি সংগ্রামে আত্মোৎসর্গকারী’ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা রেখে পদযাত্রা শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের প্রথম বর্ষের (২০২১-২২ সেশন) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ নভেম্বর) বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিন দুপুর ১২টায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবন থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন তারা। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিভাগে এক পরিচিতি সভার আয়োজন করা হয়।
পুষ্পাঞ্জলি অর্পণ শেষে ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম বলেন, মুক্তি সংগ্রামে যারা আত্মোৎসর্গ করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ছাত্ররা বিশ্ববিদ্যালয় জীবনের শুরু করেছে। বাংলাদেশ রাষ্ট্র একটি সংগ্রামের প্রক্রিয়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে। প্রাচীন আমল থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালিত্বের জন্য, সমাজের জন্য, গণমানুষের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই আমরা এই আয়োজন করেছি। আর এই সবকিছু যেহেতু ইতিহাসের অংশ তাই ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থী হিসেবে তাদের জন্য এই আয়োজন।
এসময় ইতিহাস বিভাগের অধ্যাপক ড. ফেরদৌসি খাতুন, অধ্যাপক ড. মো. শেরেজ্জামান, অধ্যাপক শায়খুল ইসলাম মামুন জিয়াদ, সহযোগী অধ্যাপক মোছা. সাহিনা আক্তার, হোসনে আরা খানম, মো. গোলাম সারওয়ার ও মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১লা নভেম্বর রাবিতে সকল বিভাগের প্রথম বর্ষের (২০২১-২২ সেশন) ক্লাস শুরু হয়েছে। তবে প্রথম বর্ষের ভর্তি চলবে ৮ নভেম্বর পর্যন্ত।