বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ই ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত রাখতে কাজ করে যাচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউবিসিসি)।
ক্লাবের কার্যক্রমের অগ্রগতি বজায় রাখতে প্রতিষ্ঠা পরবর্তী সময়ে ১ম বারের মতো কার্যকরী পরিষদ গঠন করেছে আরইউবিসিসি।
আরইউবিসিসি কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এ কে এম নাজমুল হাসান ও ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ সাব্বির হোসাইন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শাহ্ আজম ও আরইউবিসিসি এর উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী পরিষদে আরও রয়েছেন,
আল মামুন খান (ভাইস প্রেসিডেন্ট), ইমতিয়াজ আহমেদ (জয়েন্ট সেক্রেটারি), মোঃ রাতুল রহমান (ট্রেজারার), অনন্যা সরকার (হেড অব আইটি), মেহেদী হাসান (হেড অব ক্রিয়েটিভ), রাজু মিয়া (হেড অব ট্যালেন্ট ম্যানেজমেন্ট), রুকাইয়া ইসলাম সুস্মিতা (হেড অব ব্র্যান্ডিং), গোলাম সাব্বির সাইফ (হেড অব কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভ রাইটিং), আবু কাউসার (হেড অব অপারেশনস), নুসরাত আরা নুপুর (হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট), জান্নাতুল মাওয়া খান (হেড অব ডিজিটাল কমিউনিকেশন), ফায়েজুর রহমান (হেড অব পিআর এন্ড মিডিয়া), রিয়াজুন্নবী নিপুন (হেড অব ফটোগ্রাফি), অর্পা কর্মকার (হেড অব কালচারাল)।
নবনির্বাচিত কার্যকরী পরিষদের প্রেসিডেন্ট এ কে এম নাজমুল হাসান বলেন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন এক আশা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে। এই ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আমি নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন এবং বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাদেরকে দক্ষ এবং যোগ্য করে তোলার আমাদের যে লক্ষ্য সেটি বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ক্লাবের এডভাইজর ও সাধারণ সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নবনির্বাচিত কার্যকরী পরিষদের জেনারেল সেক্রেটারি মোঃ সাব্বির হোসাইন বলেন,
শিক্ষার্থীদের জন্য আরইউবিসিসি এর পক্ষ থেকে ক্যারিয়ার গঠন সম্পর্কিত পূর্বের মতো ই বিভিন্ন কর্মশালা ও সেমিনার আয়োজিত হবে। আশা করছি শিক্ষার্থীদের যুগোপযোগী এবং সক্রিয় হয়ে গড়ে উঠতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব পুরোপুরিভাবে সাহায্য করতে পারবে।
নবনির্বাচিত কার্যকরী পরিষদকে শুভেচ্ছা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এডভাইজর জনাব প্রশান্ত কুমার পোদ্দার বলেন,
প্রতিযোগিতামূলক এই চাকুরীবাজারের জন্য একজন শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে ই ক্যারিয়ার গঠনের বুনিয়াদ হওয়া উচিত।
এক্ষেত্রে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের একটা মাইলফলক সৃষ্টি করবে বলে আশা করছি।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের নিয়ে তাদের লক্ষ্যে অবিচল থেকে ধীরে ধীরে এগিয়ে চলছে।
এরই ধারাবাহিকতায় ক্লাবটি বিভিন্ন প্রতিযােগিতাসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করেছে। স্বপ্নের ক্যারিয়ার গঠনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে বিভিন্ন ধরনের ক্যারিয়ার বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং সেমিনার আয়োজন করা হয়েছে।
এসব প্রশিক্ষণের মাধ্যমে রবিবা শিক্ষার্থীরা পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, সিভি রাইটিংসহ ইত্যাদি বিভিন্ন ক্যারিয়ার গঠনের দক্ষতা সর্ম্পকে ধারণা পেয়েছে এবং আগামী ১৭ সেপ্টেম্বর ক্যারিয়ার ইনসাইটস নামক সারাদিন ব্যাপী একটি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে এই ক্লাব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।