আসাদুজ্জামান আপন, জবি প্রতিনিধি: প্রতিষ্ঠার ১৬ বছর পরও উপ-উপাচার্যশূন্য দেশের স্বনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়ের আইনে নেই উপ-উপাচার্য নিয়োগের বিধান। এই পদ না থাকায় বিশ্ববিদ্যালয়কে একাডেমিক, প্রশাসনিকসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমস্যার সন্মুখীন হতে হয়।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিকসহ নতুন ক্যাম্পাসের উন্নয়নমূলক কার্যক্রমও বর্তমান উপাচার্যকে দেখতে হয়। এতে করে দ্রুতসময়ের মধ্যে বিভিন্ন কাজ শেষ করতে কিছুটা হলেও বেগ পেতে হয় প্রশাসনকে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও চান আইন সংশোধন করে উপ-উপাচার্য যাতে নিয়োগ দেওয়া হয় ও জগন্নাথ থেকেই যেন দেওয়া হয়। তাহলে কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে।
সিনিয়র শিক্ষক ও শিক্ষক নেতারা মনে করেন যেহেতু কার্যক্রমের দিকে এটি একটি বড় বিশ্ববিদ্যালয় এখানে উপ-উপাচার্য নিয়োগ অবশ্যই দরকার এবং দু’জন উপ-উপাচার্য প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দ্রুত গতিতে চালানোর জন্য।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, ‘আগের এক শিক্ষক সমিতির কমিটি উপউপাচার্য নিয়ে কিছু কাজ করেছিল, আমরা সে কপি নিয়ে আবার কাজ শুরু করব। আমরাও চাই উপউপাচার্য নিয়োগ হোক। এ পদে যাতে কমপক্ষে দুইজন নিয়োগ হয়।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, ‘অবশ্যই উপ-উপাচার্যের প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের গতিশীলতার জন্য নিয়োগের প্রয়োজন রয়েছে এবং এ নিয়োগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেই হোক। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো দুইজন উপ-উপাচার্যের প্রয়োজন। আমাদের আইনও সংশোধন করা দরকার।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘শিক্ষক সমিতি ও শিক্ষকরা দাবি করবে, কারণ তাঁদের লোক দরকার। আইন সংরক্ষণের যে কমিটি তাঁরা তো এখনও সুপারিশও দেয় নাই, তাহলে আমি কী করব। আমার কাজ এটা ওপরে পাঠানো। অনেক সময় উপাচার্য কি চাইবে তাঁর প্রতিদ্বন্দ্বী হোক? কিন্তু আমি চাই। নিয়োগ হলে আমার একটু কাজ কমে যায়।’
জানা যায়, ২০০৬ সালে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর মাধ্যমে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। ২০১৩ সালে এ আইনের ১১ ধারা সংশোধন করে উপ-উপাচার্যের পদ সৃষ্টি করা হয় এবং গত ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং সিন্ডিকেট সদস্য ড. মোহম্মদ হুমায়ুন কবিরকে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।