প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (১৬ মে) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগ সভাপতি মো. আক্তারুজ্জামান সোহেল বলেন,’প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমেই মূলত বাংলাদেশে গণতন্ত্র পূণরুদ্ধার হয়েছিলো।এবং বার্তমানে তার হাত ধরেই উন্নয়নের পথে হাটছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত।’
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ বিভিন্ন হল ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যার পর ১৯৮১ সালের ১৭ই মে দীর্ঘ নির্বাসন শেষে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।