‘বৈশ্বিক নিরাপত্তাহীনতা দূরীকরণ এবং আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বজায় রাখার মাধ্যমে শান্তি রক্ষা করা ’ প্রতিপাদ্যে আগামী ২২ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন।
ষষ্ঠ বারের মতো চার দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করবে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশন অ্যাসোসিয়েশন (আরইউমুনা)।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি শাহরিয়ার ইমন।
এবারের ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করা হয়েছে মোট ৮ টি কমিটি নিয়ে। কমিটিগুলো যথাক্রমে, ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল (ইউএনএসসি), নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশান (ন্যাটো), ওয়ার্ল্ড ট্রেড অরগানাইজেশান (ডব্লিউটিও). ওয়ার্ল্ড মেট্রিওলজিকাল অরগানাইজেশান ( ডব্লিউএমও), ইউনাইটেড নেশন্স এনটিটি ফর জেন্ডার ইক্যুয়ালিটি এ্যান্ড দ্যা এমপাওয়ারমেন্ট অফ উইমেন ( ইউএন উইমেন), স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ এ্যাফেয়ার্স (এসসিবিএ), এবং ইন্টারন্যাশনাল প্রেস (আইপি)।
শিক্ষার্থীদের বিশ্বনিরাপত্তা এবং আন্তঃসীমান্ত ভ্রাতৃত্ব বিষয়ে আগ্রহী করতে এবারের আলোচ্য বিষয় ঠিক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে ও টিএসসিসি ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কমিটিগুলো পরিচালনা করা হবে। সম্মেলনে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয় থেকে ভারত, ভুটান, নাইজেরিয়া, ক্যামেরুনসহ বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেবেন।
উদ্বোধন এবং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বদ্যিালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক তারেক নুর এবং আরইউমুনার উপদেষ্টাগন উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে আরইউমুনার সেক্রেটারি জেনারেল শাহরিয়ার ইমন, ডেপুটি সেক্রেটারি জেনারেল মুজাহিদ তালুকদার, ডিরেক্টর জেনারেল ফিদা উল হক, মুশফিকা ফেরদাউস, তাবারকা বিনতে আলী উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।