সোহানুর রহমান, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য’র ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী  উদযাপন করেছে। শনিবার (২৯ জুলাই)ক্যাম্পাস সংলগ্ন প্রতিবন্ধী, এতিমখানা ও পার্শ্ববর্তী সুবিধা-বঞ্চিত প্রায় ৫০ জন শিশুদের নিয়ে ক্যাম্পাসের ডায়না চত্বরে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় তারুণ্যের সভাপতি মো. মারুফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের অন্যতম অভিভাবক সংগঠনটির ৭ম সহ-সভাপতি, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম । এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের সদ্য সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদ্য সাবেক সহ-সভাপতি মো. মুরসালিন আহমেদ ও ১২ তম সভাপতি মো. সাকির হোসেন’সহ সংগঠনের প্রায় শতাধিক সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি তারুণ্যের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চলনায় সকাল সাড়ে ১০টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অতিথিবৃন্দের  আলোচনা শেষে শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরবর্তীতে সদস্যরা বাচ্চাদের নিয়ে মধ্যাহ্নভোজন ও বিভিন্ন ধরনের শিক্ষামূলক খেলাধুলার মধ্য দিয়ে আনন্দঘন সময় অতিবাহিত করেন।

অতিথি মো.ইয়ামিন মাসুম বলেন,তারুণ্যের দীর্ঘ এই ১৪ (চৌদ্দ) বছরের পথচলায় মানবিক কাজসমূহের ভূয়সী প্রশংসার পাশাপাশি আগত এতিম, প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এছাড়াও, এধরণের শিশুরা যাতে স্বপ্ন দেখতে পিছিয়ে না পরে সেদিকে লক্ষ রাখার বিষয়টি উল্লেখ করেন।

সংগঠনটির  সভাপতি মো.মারুফ হোসেন বলেন,  দীর্ঘ এ পথ চলায় যারা তারুণ্যকে এ পর্যায়ে নিয়ে আসতে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের পথ চলা তা সামনের দিনগুলোতেও অক্ষুণ্ণ থাকবে সেই আশা ব্যক্ত করে সদস্যদের ধারাবাহিক সহযোগিতা বজায় থাকার প্রত্যাশা করেন।

তারুণ্যের সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয় বলেন, এই কর্মসূচীর মাধ্যমে উপস্থিত তারুণ্যের সদস্যদের মাঝে সুবিধা-বঞ্চিত শিশুদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উপলব্ধি আসবে।

উল্লেখ্য, যে তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বুকে হাটি-হাটি পা করে দীর্ঘ ১৪ বছরের পথচলা শেষে ১৫ (পনের) বছরে পদার্পণ করলো আজ।