রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন’ বিভাগের নাম পরিবর্তন করে ‘সমাজবিজ্ঞান ‘বিভাগ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন -১ এর লেকচার থিয়েটারে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

এসময় তিনি নবীন এ বিভাগের শিক্ষার্থীদের অভিনন্দন জ্ঞাপন করে বলেন, এ বিভাগ হতে যুগোপযোগী আউটকাম-বেজড্ কারিকুলাম সম্পন্ন করে শিক্ষার্থীরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। নতুন এই বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় মেধাদীপ্ত ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আনন্দে উদ্বেলিত শিক্ষার্থীবৃন্দও উপাচার্য মহোদয়কে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। উল্লেখ্য, ২০১৫ সালের ০৮ মে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৪০ তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।২০১৬ সালের ২৬ জুলাই মহান জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে অর্থনীতি, রবীন্দ্র অধ্যয়ন বর্তমানে বাংলা এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে মোট ১০৫ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।