সোহানুর রহমান, ইবি প্রতিনিধি: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সেনা প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়েছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ক্যাডেট কর্পোরাল আলী আহসান মুহাম্মদ জুবাইর ও একই বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যাডেট কর্পোরাল মোছা. মরিয়ম খাতুন।
বুধবার (১ আগস্ট ) বিশ্ববিদ্যালয়ে সেনা প্লাটুনে প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুন ও সামরিক প্রশিক্ষক সার্জেন্ট মো. আকিকুল ইসলাম তাঁদেরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
এর আগে, গত ২৩ জুলাই ক্যাডেট সার্জেন্ট পদে পদোন্নতি পরীক্ষা সম্পন্ন হয়। এসময় লিখিত, ড্রিল, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন জুবাইর ও মরিয়ম ।
পদোন্নতি প্রাপ্ত জুবাইর বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট হিসেবে আমাকে সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সুষ্ঠুভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্লাটুনকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকবে।”
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।