আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছেলে ক্যাটাগরিতে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ফাইনালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তারা।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল জিমনেসিয়ামে মুখোমুখি হয় ইবি ও যবিপ্রবি। এ প্রতিযোগিতায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০ জন খেলোয়াড় অংশ নেন। ইবি দলের পক্ষে ব্যাডমিন্টনে অংশগ্রহণ করেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তামজিদ আহমেদ জিৎ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মেজবাহুল ইসলাম এবং স্পোর্টস সাইন্স বিভাগের আরাফাত সাইদ।

ব্যাডমিন্টন খেলোয়াড় মেজবাহুল ইসলাম বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম বারের মত চ্যাম্পিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন হতে আমরা আনন্দিত, যদিও অনেক কষ্টের পরে এটি সম্ভব হয়েছে । কর্তৃপক্ষের সহযোগিতা পেলে সাফল্যের ধারা অব্যাহত থাকবে।

শারিরীক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান বলেন, আমাদের খেলোয়াড়রা খুব ভাল খেলেছন। এজন্য তাঁদেরকে অভিনন্দন। একইসঙ্গে যবিপ্রবির ম্যানেজমেন্ট খুব সুন্দর ছিল। এজন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি।