আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মাসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি (সোয়াজইবি) নিজস্ব “সোয়াজইবি লাইব্রেরী” ও ওয়েবসাইট “www.swajiu.blogspot.com” উদ্বোধন করেছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) টিএসসিসির শিক্ষক লাউঞ্জে ভাষা শহীদদের উৎসর্গ করে এটির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাইব্রেরীটি উদ্ভোধন করেন সোয়াজইবি এর উপদেষ্টা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. তোজাম্মেল হোসেন। যেখানে ৫২ টি বই নিয়ে সোয়াজইবির যাত্রা শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির (সোয়াজইবি) সভাপতি নাহারুল আলম, সাধারণ সম্পাদক শাকিল শেখসহ সোয়াজইবির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী আফিফা হুমাইয়া ও আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আব্দুল মাজেদ সাগর।

এদিকে লাইব্রেরীর পাশাপাশি ওয়েবসাইট ও উদ্বোধন করা হয়। ওয়েবসাইটের উদ্দেশ্য হলো লাইব্রেরী এর সকল আপডেট-সহ সোয়াজইবির কার্যক্রম ও আপডেট জানতে পারবেন ওয়েবসাইটটি থেকে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করে ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার উদ্দেশ্যে এটি বানানো হয়েছে।

জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, বই মানুষকে আলোকিত করে, এটি জ্ঞানের প্রতীক, হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যের পথপ্রদর্শক। নদীর দু’কূলে বসবাসরত জনগোষ্টিকে একটি ব্রীজ বা সেতু যেমন বন্ধন তৈরিতে ভূমিকা রাখে, ঠিক তেমনি বই মানুষকে ইতিহাস-ঐতিহ্য জানতে সেতুর ভূমিকা পালন করে। এই লাইব্রেরী জ্ঞানের আলো ছড়িয়ে মানুষকে আলোকিত করবে এমটাই প্রত্যাশা।