ইসলামী বিশ্বদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ই মে) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে কৃতকার্য হয়েছেন ১৪০৬ জন ভর্তিচ্ছু। পাশের হার ৭৯ শতাংশ। ‘ডি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার ১১ মে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই একাডেমিক ভবনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন চারটি বিভাগে (আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ এবং আরবী ভাষা ও সাহিত্য) এই ভর্তি পরীক্ষা হয়।