ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাসিব বিন মাহফুজ (নিশান) এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোমিনুল ইসলাম (জনি) কে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মিলাদুজ্জামান মেরিন ও ফাতেমা তুজ-জোহরা মৌ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও মো. মনোয়ার হোসেন।

উল্লেখ, আগামী ০১ (এক) মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।