২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে ‘আরইউমান-২০২২’ সম্মেলনে জাতিসংঘের ছায়া সংসদের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন অ্যাসোসিয়েশন (আরইউমান)। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতে তিনি সম্মেলনে উপস্থিত সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী দিনের বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক উন্নয়নের জন্য জনসম্পদ তৈরি করছে। তবে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনুযায়ী বিভিন্ন দেশে বাংলাদেশের পক্ষে প্রচারণা এবং বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন এজেন্সির সাথে নেগোসিয়েশন ও চুক্তি প্রভৃতি কর্মকাণ্ড সুচারুরূপে সম্পাদন করার জন্য শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা এবং সুযোগ্য ডিপ্লোম্যাট তৈরি এখন সময়ের দাবি।
এক্ষেত্রে ছায়া সংসদ খুবই কার্যকর বলে আমি বিশ্বাস করি। মডেল ইউনাইটেড নেশন শুধুমাত্র সহশিক্ষামূলক কার্যক্রম নয়, এটি আমাদের তরুণ শিক্ষার্থীদের কূটনৈতিক হিসেবে গড়ার ক্ষেত্রে উৎসাহ দেয় এবং কূটনীতির বিভিন্ন কৌশল চর্চা করার সুযোগ তৈরি করে।
প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মনে করেন, রাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন সংকট এবং সমস্যা সম্পর্কে আজকের তরুণেরা যা ভাবছে তা বৈশ্বিক সাম্য ও শান্তি রক্ষার ক্ষেত্রে খুবই কার্যকরী হবে। বিশেষ করে বর্তমানে বিশ্বের যে সংকটগুলো চলছে যেমন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশের সাথে মায়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং সারাবিশ্বে ব্যবসা, রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে দ্বি-পক্ষীয় এবং বহু-পক্ষীয় যে সমস্ত সংকট বিদ্যমান সেসব এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার ব্যাপারেও তরুণদের নিজস্ব ভাবনা আছে। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে আগামীতে আমরা শান্তিপূর্ণ বিশ্ব গড়তে পারবো বলে রবি ভিসি আস্থা জ্ঞাপন করেন ।
এই সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ শত জন ডেলিগেট অংশ নেয় এবং এই ডেলিগেটরা জাতিসংঘের বিভিন্ন দেশ ও সংস্থায় বিভাজিত হয়ে আগামী ৩দিন তাদের কার্যক্রম পরিচালনা করবে। ২৫ ডিসেম্বর ২০২২ একটি কমন রেজুলেশন এর মাধ্যমে ঘোষণাপত্র পাঠ করবেন (আরইউমান)-এর সাধারণ সম্পাদক। ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬:০০টায় এই সম্মেলনের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে, এতে প্রধান অতিথি হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম এবং বিশেষ অতিথি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।