রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় রামেকের ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধনে রাবি শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ‘উস্কানিমূলক’ বক্তব্য দেওয়ায় রাজশাহী-২ আসনের এমপি ফজলে হাসান বাদশার কুশপত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২২ অক্টোবর) দুপুর একটায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পেছনে বাদশার কুশপত্তলিকা দাহ করেন তারা।
বাদশার কুশপত্তলিকায় আগুন দেবার সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। ‘বাদশার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বলদ বাদশার চামড়া, তুলে নিবো আমরা’, সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত করেন তারা।
এর আগে সকালে বাদশাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। এসময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলায় শিক্ষার্থীর মৃত্যু, ইন্টার্ন ডাক্তার কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, হত্যাচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে এ মানববন্ধন করেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।